Wellcome to National Portal
বীজ প্রত্যয়ন এজেন্সী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০২২

বীজ প্রত্যয়ন এজেন্সীতে খরিফ- ২/ ২০২২-২৩ মৌসুমে ‘আমন বীজ ফসলের প্রি-পোস্ট কন্ট্রোল গ্রো-আউট টেস্ট’ বিষয়ক মাঠ দিবসের আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-11-15

আজ ১৫ নভেম্বর ২০২২ খ্রি. রোজ মঙ্গলবার “বীজ প্রতয়ন কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত)” প্রকল্পের অর্থায়নে বীজ প্রত্যয়ন এজেন্সীতে খরিফ- ২/ ২০২২-২৩ মৌসুমে ‘আমন বীজ ফসলের প্রি-পোস্ট কন্ট্রোল গ্রো-আউট টেস্ট’ বিষয়ক মাঠ দিবসের আয়োজন করা হয়। মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ), বীজ উইং, কৃষি মন্ত্রণালয় মহোদয় উপস্থিত ছিলেন। জনাব মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি, উপপরিচালক (মান নিয়ন্ত্রণ), ‘আমন বীজ ফসলের প্রি-পোস্ট কন্ট্রোল গ্রো-আউট টেস্ট’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্প পরিচালক ড. মো: সাদিকুর রহমান সকলকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। জনাব মো: আমিনুল ইসলাম, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী মহোদয় মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব এবং কারিগরি সেশন পরিচালনা করেন। মাঠ দিবসে বীজ প্রত্যয়ন এজেন্সীর সদর দপ্তর, আঞ্চলিক ও জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ডিএই, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বীজ উৎপাদনকারী ও ডিলার উপস্থিত ছিলেন।