আজ ১৬ ডিসেম্বর ২০২১। মহান বিজয় দিবসের ৫০তম বছর এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। বীজ প্রত্যয়ন এজেন্সীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের সূবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। সকাল ০৭.০০টায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, রাজবাড়ীতে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ, বাদ যোহর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধা এবং আত্মৎসর্গকারী সকল মা-বোনদের উদ্দেশ্যে দোআ মাহফিল আয়োজন এবং দেশের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশগ্রহণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আলোচনা সভায় কৃষিবিদ জনাব সুধেন্দু শেখর মালাকার, সম্মানিত পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সী মহোদয় প্রধান অতিথি এবং কৃষিবিদ জনাব মুহাম্মদ এমদাদুল হক পিএইচডি, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মহোদয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। “দেশকে ভালোবাসবো, দেশের মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো”, মুজিববর্ষে এই শপথবাক্য পাঠের মাধ্যমে বীজ প্রত্যয়ন এজেন্সীর সকল কর্মকর্তা তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।